শিঁকড় যত গভীর হয় তত তার কান্ড শক্তিশালী হয়। ইতিহাস হলো কোন জাতির সেই শিঁকড়। ইতিহাস থেকেই একটি জাতি সামনে চলার পাথেয় গ্রহন করে। আর মুসলিমদের রয়েছে গৌরবোজ্জ্বল একটি ইতিহাস। যখনি মুসলিমদের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে, তখনি পূর্ব পুরুষদের কীর্তিগাঁথা সকল স্থবিরতাকে ঝেঁটিয়ে দূর করেছে। বর্তমান সময়ে মুসলিমদের জীবনে যে স্থবিরতা, যে অধঃপতন তা দূর করতে পারে পূর্ববর্তীদের ইতিহাসের সাথে বর্তমান প্রজন্মের নিবিড় অধ্যয়ন ও সম্পর্ক। চলুন আজকে আমরা জানবো কেমন ছিল সোনালী যুগের তরুণরা। কেমন ছিল তাদের ভিশন ও মিশন।