Subscribe For Hit News https://www.youtube.com/BDHits
শাকিবের প্রথম স্ত্রী-সন্তানের খবর ফাঁস ! Shakib Khan 1st wife and son ! মাসুদ রানা থেকে শাকিব হওয়ার যাত্রাটা এতটাও মসৃণ ছিলো না তার জন্য। অনেক বন্ধুর পথ পেড়িয়ে তিনি আজ দুই বাংলার সুপারস্টার। পেছনে অনেক গভীর অতীত অবহেলায় ফেলে এসেছেন আজকের শাকিব খান। তারকা খ্যাতির শীর্ষ উঠার যাত্রায় একের পর এক পিছুটান তিনি কেটেছেন।
অদৃশ্য রক্তপাতহীন এই কর্তনের বলি অপুই প্রথম নন। এর আগে শাকিবের জীবন থেকে বিতাড়িত হয়েছেন রাত্রি নামের এফডিসির এক চতুর্থশ্রেণীর আর্টিস্ট। তাকে বিয়েও করেছিলেন শাকিব খান এবং সেই ঘরে একজন সন্তানও আছে। নাম রাহুল খান। চলতি বছরের এপ্রিলে শাকিব-অপুর বিয়ের কথা প্রকাশ্যে এলে, তার প্রথম স্ত্রী হিসেবে রাত্রির নাম আসলেও অতীতের মত আবার গোপনে চলে যায় নামটি।
News Source : http://www.breakingnews.com.bd/bangla/entertainment/46253.online
[বি. দ্র. ভিডিওটি যৌথ উদ্যোগে্ তৈরি। তিনজন ব্যক্তি দ্বারা ভিডিওটির কপিরাইট সংরক্ষিত। অনুমোদন ব্যতীত ভিডিওটি re upload করা কপিরাইট আইনের লঙ্ঘন।]
Don't forget to SUBSCRIBE
Like| Comment| Share
Thanks !
Our Facebook https://www.facebook.com/BangladeshiHits