বাংলাদেশে উন্নত জাতের ভেড়া নিয়ে গবেষনা । Sheep breed development in Bangladesh
উন্নত জাতের ভেড়ার সাথে আমাদের দেশীয় ভেড়ার সংকরায়ন নিয়ে গবেষনা । বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইন্সটিটিউট
বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইন্সটিটিউট ডরপার, প্রেনডেল এবং সাফল্ক জাতের সাথে আমাদের দেশী ভেড়ার সংকারয়ন নিয়ে গবেষনা করছে। প্রায় তিন বছর ধরে গবেষনা চলছে। এই পর্যন্ত ভার সাড়া পাওয়া যাচ্ছে। সাত প্রজন্মের পর থেকে আমাদের প্রান্তিক খামারিদের কাছে পৌছে দেয়া হবে এই গবেষনার ফল।
বিস্তারিত রিটোর্টৈ দেখুন।
ভিডিও কৃতজ্ঞতা- বাংলাদেশ টেলিভিশন।