পদ্মা পাড়ে মা-মেয়ের সেলফি | Sheikh Hasina
পদ্মা সেতুর উদ্বোধন। উপলক্ষটা গোটা জাতির জন্যই উচ্ছ্বাসের। আর সেই উচ্ছ্বাসের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে উদ্বোধন করলেন স্বপ্নের পদ্মা সেতু। সেই উৎসবে তার সঙ্গী মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে এই উচ্ছ্বাস ছুঁয়ে গেল মা-মেয়েকেও। সেলফিতে বন্দি হলেন দু’জন।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সুধী সমাবেশ শেষ করে টোল প্লাজার সামনের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাটন টিপে উদ্বোধন করলেন পদ্মা সেতুর নাফলক এবং বঙ্গবন্ধু ও তার ম্যুরাল। ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী আর তার মেয়েকে দেখা গেল সেলফি তুলতে।
দুপুর ১২টা ৮ মিনিটের দিকে টোল প্লাজার সেই মঞ্চের নিরাপত্তাবেষ্টনী থেকে কিছুটা দূরে সরে যান প্রধানমন্ত্রী। এসময় পুতুল এগিয়ে এসে তার মোবাইল ফোনটি দিয়ে মায়ের সঙ্গে সেলফি তোলেন। পদ্মা সেতু উদ্বোধনের স্মৃতি ধারণ করে নেন মোবাইলে।
প্রধানমন্ত্রী নিজে এসময় মোবাইল ফোন থেকে ভিডিও কলে সংযুক্ত হন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। পুতুলকেও ডেকে নেন, কথা বলিয়ে দেন তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী যখন কথা বলছিলেন ভিডিও কলে, তখন পুতুলের হাতে দেখা গেল ডিজিটাল ক্যামেরা। তাতে মায়ের ছবি তোলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী জাজিরায় জনসভার উদ্দেশে রওয়ানা দেন।
এই পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার কোটি মানুষকে সরাসরি সড়কপথে যুক্ত করবে।
#পদ্মাসেতু #padmabridge #sheikhhasina