MENU

Fun & Interesting

SHIVE CHATURDASI 2025: উত্তর কলকাতা ঐতিহ্য ৩৭৪ বছরের প্রাচীন মন্দির। কী ভাবে আসবেন?

Utsav India Now 5 21 hours ago
Video Not Working? Fix It Now

কী ভাবে আসবেন: দমদম বা মাঝেরহাট হাট থেকে চক্ররেল ধরে শোভাবাজার ষ্টেশন নামুন। 10 মিনিট হাটলেই শোভাবাজার মোড়ে এসে জিজ্ঞেস করুন নন্দরাম সেন স্ট্রিটের রামেশ্বর ধাম শিব মন্দির যাব । মেট্রো করে আসলে শোভাবাজার সুতানুটি ষেটশন নামবেন। শোভাবাজার মোড়ে এসে ঐ নাম বলুন। কুমোরটুলি- বাগবাজার থেকে রবীন্দ্র সরণী ধরে চলে আসুন মন্দিরে। দুপুর 1P.M মন্দির বন্ধ থাকে 4 টে পরে খোলে। বিশেষ দ্রষ্টব্য: এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/কর্তৃপক্ষের/সংস্থার সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/কাল/ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।

Comment