ব্যাংককে শপিং করতে গিয়ে চড়া দামের কারণে চোখ ছানাবড়া হয় হরহামেশাই। কিন্তু এমন কিছু শপিংমল বা মার্কেট রয়েছে সেখানে গেলে খুব কম খরচে শপিং করতে পারবেন। কম খরচে শপিংয়ের জন্য ব্যাংককের প্রাতুনাম মার্কেট, প্লাটিনাম ফ্যাশন মল ও চাতুচাক উইকেন্ড মার্কেট প্রসিদ্ধ। এই মার্কেটগুলোতে তুলনামূলক কম দামে বিক্রি হয় সবকিছু। এ কারণে বাংলাদেশসহ আশপাশের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এসব মার্কেট থেকে পাইকারী দরে পণ্য কিনে থাকেন।
আজকের ভিডিওতে ব্যাংককে কোথাং কিভাবে সস্তায় শপিং করা যায় সেটাই তুলে ধরছি।
Contact :
[email protected]
#shopping_in_bangkok #shopping_mall #bangkok #thailand #cheap_shopping_malls #ব্যাংককে_শপিং #ব্যাংককে_সস্তায়_শপিং #ব্যাংকক #থাইল্যান্ড