পেঁপে আবাদে ভাগ্য পাল্টেছে আবু বক্কর সিদ্দিকের | Shykh Seraj | Bangladesh Television |
পেঁপে বাগানে এমন প্রাচুর্য কেউ দেখেনি
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/TyW5PFyHXhk
========================
এই এলাকায় পেঁপে আবাদ করে অনেকেরই ভাগ্য পাল্টে গেছে। আবু বক্কর সিদ্দিক তাদেরই একজন। বাবার কাছ থেকে পাওয়া মাত্র ৩ বিঘা জমিই ছিল তার মুল সম্বল। সেখানে পেঁপে বাগান গড়ে তোলার সিদ্ধান্তই বক্করকে এগিয়ে নিয়েছে আজকের এই সাফল্যের কাছে। মাত্র তিন বিঘায় পেঁপে চাষেই বদলে যেতে শুরু করে তাঁর জীবন।
আবু বক্কর সিদ্দিকের কৃষক হয়ে ওঠার আগের গল্পটি অন্যরকম। অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান হলেও তার জীবনের স্বপ্নটি ছিল অন্যরকম। স্বপ্ন ছিল উন্নত জীবন যাপনের। অল্প লেখাপড়া করে সেটি আর সম্ভব হচ্ছিল না তার। তাই পাড়ি জমিয়েছিলেন বিদেশে। কিন্তু দীর্ঘদিন সৌদি আরবে থেকেও জীবনের মান বদলাতে পারেননি। তবে ধুসর মরুভুমিতে ফসলের মাঠে কাজ করার যে অভিজ্ঞতা সেটিকে কাজে লাগাতে দেশে ফিরে গড়েছেন কৃষি খামার। সেটিরও শুরুটা কম কষ্টের ছিল না।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #Dibanishi #দিবানিশি