বস্তা পদ্ধতিকে আদা চাষ সাফল্য
======================
দেশের আদার চাহিদার বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ হয়। তবে বস্তা পদ্ধতিতে আদা চাষের অভিনব উদ্যোগ সেই ঘাটতি মেটাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। রংপুরের মিঠাপুকুরের রফিকুল ইসলাম সুমন তার আমবাগানে বস্তা পদ্ধতিতে আদা চাষ করছেন, যা লাভজনক এবং পরিবেশবান্ধব। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই পদ্ধতিতে রোগবালাই কম এবং উৎপাদন খরচও অনেকটাই কম। এই পদ্ধতি প্রসারে সরকার দিচ্ছে প্রশিক্ষণ ও সহায়তা। দেখে আসুন কীভাবে এই উদ্যোগ বদলে দিতে পারে আদা চাষের ভবিষ্যৎ।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ