এলইডি লাইট জ্বালিয়ে ড্রাগন ফল চাষ
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/zj_ZX5Tl90s
===================
অমৌসুমে ড্রাগন ফল ফলাতে বাগানে পাঁচ হাজার এলইডি লাইট যুক্ত করেছেন নওগাঁর সাপাহারের কৃষি উদ্যোক্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ। তিনি বলছেন, চ্যানেল আইয়ে চীনের এলইডি লাইট ব্যবহারের প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে উদ্যোগী হয়েছেন।
আজাদের দাবি, তাঁর ৪৫ বিঘার বাগানটিই দেশের মধ্যে এলইডি লাইট ব্যবহার করা সবচেয়ে বড় বাগান। এই বাগানের ২০ বিঘায় ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। আজাদের সঙ্গে কথা বলতে বলতেই সন্ধ্যা নেমে এলো। একসময় জ্বলে উঠল ড্রাগন বাগানের পাঁচ হাজার আলো। অবতারণা হলো এক অপরূপ দৃশ্যের। অন্ধকারের বুক চিরে ড্রাগন বাগানের আলো যেন জানান দিচ্ছিল আগামীর সমৃদ্ধির কথাই।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ