যে তুলসীকে ভালোবাসে, নারায়ণও তাকে ভালোবাসে। তুলসীমালা বা গাছ কিংবা শুধু তুলসীপাতা স্পর্শ করলে গঙ্গাস্নান ও তপস্যার ফললাভ হয়। বিষ্ণু তার সমস্ত কামনা পূরণ করেন কেউ যদি তুলসীগাছ রোপণ, দর্শন কিংবা পবিত্রভাবে স্পর্শ করে।
#Tulsi #TusliPata #TulsiGach #TulsiMahatma #TulsiMahima #SadhuBani #TulsiMahatva #SaintsofIndia #Hinduism #Mythology #HinduMythology #HinduMythologyStories #HinduMythologyFacts #MythologyStories #HinduMythologyExplained #HinduMysteries #SibsankarBharati #AjanaBharat #SudhaSagar
গঙ্গা ও গোদাবরী স্নান এবং মোক্ষদা নদী নর্মদা দর্শন করলে যে ফল হয়, শুধু তুলসীগাছ দর্শনে ওই একই ফল। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে তুলসী গাছ দর্শন করলে সমস্ত তীর্থদর্শনের ফললাভ হয়।