Silajit | দলে থেকে মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারে না, সব পুচু পুচু, কোনও দম নেই: শিলাজিৎ
#banglacinema | #interview | #banglanews
মুক্তি পেল ঋত্বিক কুমার ঘটকের জীবনের উপর নির্মিত ছবি ‘অলক্ষ্যে ঋত্বিক’। পরিচালকের জন্ম শতবর্ষে তাঁকে নিয়ে ছবি তৈরি করেছেন শুভঙ্কর ভৌমিক। এটি তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাণিজ্যিক ছবি। এই ছবিতে ঋত্বিকের ভূমিকায় অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। ছবি, অভিনয়, অভিজ্ঞতা নিয়ে আনন্দবাজার ডট কমের সঙ্গে আড্ডায় অভিনেতা।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video