আমার নতুন চ্যানেল
https://youtube.com/channel/UChaIyh3YK8oxypsheYkUXUg
---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ---- ----
মুর্শিদাবাদ সম্পর্কে আরো ভিডিও
*** *** *** *** *** *** *** *** ***
1.মীরজাফর এবং তার পরিবারের ১১০০ সমাধি
https://youtu.be/5_dvPUo7BTw
2.সিরাজউদ্দৌলা এবং তার পারিবারিক সমাধি
https://youtu.be/4h97FbOOl-c
3.সিরাজ হত্যার চক্রান্তকারীদের শাস্তি
https://youtu.be/6u1094aNO_o
4.নবাব সিরাজউদ্দৌলার জীবনী
https://youtu.be/lqCuhaSldtU
5.হাজারদুয়ারিতে প্রাতঃভ্রমণ
https://youtu.be/p7kAJJmxCI0
6.ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণ সম্পূর্ণ বিবরণ সহ
https://youtu.be/2pBOkWqiF7Q
7.হাজারদুয়ারিতে ভ্রমণের সময় ক্যামেরা স্ট্যান্ড চুরি হলো যেভাবে
https://youtu.be/Vos2dcHrgL8
8.মুর্শিদাবাদের পূর্নাঙ্গ ইতিহাস
https://youtu.be/jdmYzPfA5nc
9.জগৎশেঠ পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যাংকার
https://youtu.be/DPpmc4t2K0I
10.আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি
https://youtu.be/-RPAn6T1g0Y
11.হাজারদুয়ারির সেকাল ও একাল
https://youtu.be/6wttxZtAVG4
12.কাঠগোলা প্যালেস মুর্শিদাবাদ
https://youtu.be/M_LiPtsNGCU
এই ভিডিওটি সম্পর্কে কিছু তথ্য
****** ****** ****** ****** ******
সিরাজউদ্দৌলার জন্ম ১৭৩৩ সালে। নবাব সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান-এর নাতি। আলীবর্দী খানের কোন পুত্র ছিল না। তার ছিল তিন কন্যা। তিন কন্যাকেই তিনি নিজের বড়ভাই "হাজি আহমদ"-এর তিন পুত্র, নোয়াজেশ মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের, সাইয়েদ আহম্মদের সাথে মেজ মেয়ে এবং জয়েনউদ্দিন আহম্মদের সাথে ছোট মেয়ে আমেনা বেগম-এর বিয়ে দেন। আমেনা বেগমের দুই পুত্র ও এক কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ (সিরাজ-উদ-দৌলা) এবং মির্জা মেহেদী। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন, তখন তার তৃতীয়া কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ (সিরাজ-উদ-দৌলা)-এর জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের, যেহেতু তার কোনো পুত্র ছিলনা। তিনি মাতামহের স্নেহ-ভালোবাসায় বড় হতে থাকেন।সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন।