MENU

Fun & Interesting

# শ্রীফলতলী জমিদার বাড়ি।। কালিয়াকৈর জমিদার বাড়ি।। SREEFOLTOLY JOMIDAR BARI. @noorm5.

NOORM 707 1 year ago
Video Not Working? Fix It Now

# শ্রীফলতলী জমিদার বাড়ি।। কালিয়াকৈর জমিদার বাড়ি।। SREEFOLTOLY JOMIDAR BARI. @noorm5. কালিয়াকৈর উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের এক অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই বাড়িকে নিয়ে ড. মোহাম্মদ আবুল বাশার রচিত “ইতিহাসে শ্রীফলতলী” শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। জমিদারী পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ীর পাশাপাশি আধারিয়া বাড়ীর বাগানবাড়ীকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারীর পরিসীমা ময়মনসিংহ, নরসিংদি ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে ‘কালিয়াকৈর’ নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। ন্যায়বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী ছিলেন। ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন। অন্যান্য জমিদার বাড়ির মতো এটারও দুই তরফ। বড় তরফে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ ও ঘুরে দেখতে পারবেন। ছোট তরফে জমিদারের উত্তরাধীকারীগণ এখনো বাস করে এবং শুটিং স্পট হিসেবেও ভাড়া দেয়। তবে সেখানে প্রবেশ করা যাবে অনুমতি সাপেক্ষে।।প্রবেশ করলে বড় তরফের ডান পাশে আরেকটি ছোট তরফ চোখে পড়বে।বাহির থেকে ঘুরে দেখতে পারবেন, জমিদারবাড়ির সব দরজাই তালাবদ্ধ। বড় তরফের পিছনের অংশে কিছু পরিবার বাস করে। 🏹শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর | জমিদার পুত্রের মুখে জমিদারির গল্প | Sreefoltoli Zomidari Gazipur 🏹শ্রীফলতলী জমিদার বাড়ি | কালিয়াকৈর গাজীপুর 🏹শ্রীফলতলী জমিদার বাড়ি। কালিয়াকৈর,গাজীপুর। Srifoltali jamidar Bari Kaliakoir, Gazipur. 🏹শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর, গাজীপুর || Sreefoltoli jomidar bari Kaliakoir Gazipur. শ্রীফলতলী জমিদার বাড়ি,জমিদার বাড়ি,শ্রীফলতলী জমিদার বাড়ি,শ্রীফলতলী,গাজিপুরের ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি,শ্রীফলতলী জমিদার বাড়ী,শ্রীফলতলি জমিদার বাড়ি,জমিদার বাড়ি,শীফলতলী জমিদার বাড়ি,শ্রীফলতলী জমিদার বাড়ী,শ্রীফলতলী জমিদার,#শ্রীফলতলী জমিদার বাড়ি,#ঘুরে এলাম শ্রীফলতলী জমিদার বাড়ি,বলিয়াদি জমিদার বাড়ি,জমিদার বাড়ির ইতিহাস,শ্রীফলতলী জমিদার বাড়ি গাজীপুর,কালিয়াকৈর জমিদার বাড়ী,শীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর গাজীপুর,#শ্রীফলতলী জমিদার বাড়ী সন্মানিত প্রিয় দর্শক, মজার ভিডিও এবং দেশের দর্শনীয় স্থান সমূহ নিয়ে নির্মিত আমার এই ইউটিউব চ্যানেল NOORM. আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো মানসম্মত ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ইউটিউব চ্যানেল NOORM. আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো মানসম্মত ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। 👍 I making video just all of your entertainment, Thank you so much viewers for your huge support and respect ❤️❤️❤️ 👍 Please do subscribe my channel . Also like comment and share for my next video update just click the bell button / icon. . https://www.facebook.com/Noornira977. ttps://www.facebook.com/Ojana.Mon.1610

Comment