`` আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ``
Srimongol Tour- শ্রীমঙ্গল ভ্রমণের সবকিছু | মাধবপুর লেক | লাউয়াছড়া | লাল টিলা Sreemangal Tour
বরাবরের মতন এইবারও আমরা খুব অল্প টাকায় শ্রীমঙ্গল ট্রাভেল করেছি সেই অভিঙ্গতাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই ব্লগের মাধ্যমে আপনি শ্রীমঙ্গল ভ্রমনের একটি পরিপূর্ন ভ্রমন গাইডলাইন পাবেন। তাই সম্পূর্ন ব্লগটি দেখার অনুরোধ রইল।
শ্রীমঙ্গল --
কোথায় কোথায় ঘুরতে পারবেন :
১। মাধবপুর লেক
২। লাউয়াছড়া জাতীয় উদ্যান
৩। খাসিয়া পল্লী / নিরালা পুঞ্জি
৪। নূরজাহান টি স্টেট
৫। রাবার বাগান
৬। লাল টিলা
৭। বাইক্কা বিল
**অল্প টাকায় কিভাবে শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন তা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি শ্রীমঙ্গল টূরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তবুও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন। **
**শ্রীমঙ্গল ভ্রমনের খরচের তালিকা:
ঢাকা টু -শ্রীমঙ্গল ট্রেনর এর টিকেট ২৭৫ টাকা,
চাঁদের গাড়ি ৩০০০ টাকা
সকালের নাস্তা ৬০ টাকা
দুপুরের খাবার ১২০ টাকা
রাতে ঢাকা আসার বাসের ভাড়া ৫৫০ টাকা
রাতের খাবার ১৫০ টাকা
অন্যান্য খরচ ১০০ টাকা
চাঁদের গাড়ি - 017 1937 3398
শ্রীমঙ্গল, চায়ের রাজধানী খ্যাত নয়ানাভিরাম এই সুন্দর যায়গাটি বাংলাদেশের উত্তর-পূর্ব অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ, নয়ানাভিরাম মাধবপুর লেক, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান এর মত বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। রয়েছে ছোটবড় অসংখ্য টিলা। উল্লেখযোগ্য হলো, দার্জেলিং টিলা, লাল টিলা বা কালি টিলা।
Srimangal, the tea capital, is a beautiful place located in Moulvibazar district of Sylhet division in northeastern Bangladesh. It has numerous tea gardens, large and small, covered in a carpet of greenery, as well as several popular tourist spots like the picturesque Madhabpur Lake, Rubber Garden, and Lawachara National Park. There are numerous small and large hills. Notable ones are Darjeeling Tila, Lal Tila, or Kali Tila.
All the places to visit in a day trip to Srimangal,
1. Madhabpur Lake
2. Lawachara National Park
3. Khasia Polli / Nirala Punji
4. Noorjahan Tea Estate
5. Rubber Bagan
6. Lal Tila or Kali Tila
7. Baikka Beel
Music Credit to -
1) https://youtu.be/MkocO8vZ0w4?si=bGq95bfvpXkOuK98
2) https://youtu.be/9HkE0KkTdI8?si=OeYf3i9CcfPXSlWE
3) https://youtu.be/pLs1m8cBi4Q?si=l0NckjYkxDJPpe49
4) https://youtu.be/N9OOJjfTjM8?si=9zgqHw7GKHJL7Rlo
5) https://youtu.be/e_bmb5pOp2Y?si=3G6inIz4LCFCsnVD
6) https://youtu.be/nzaoPbvqDMI?si=w5pb4lXzhGj9bSc