@YT-ProbashiDotIn
#banglavlogusa
#bengalivlog
#youtubevideo
#canada
#canadalife
#canadavlog
#hostelfacility
#hostel
#hostellife
#hostellifevlog
নমস্কার, প্রবাসী ডট ইন এর আর একটি ভিডিওতে আপনাদের সক্কলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি দীর্ঘদিন পর ফিরলাম আমেরিকা থেকে কানাডা, আর সেই জার্নি আপনাদের সাথে শেয়ার ও করেছি।
আজ আপনাদের সাথে শেয়ার করবো কানাডা র একটা কলেজ হোস্টেলের ভিডিও, কেমন হয় কানাডার হোস্টেল, কিরকম ফ্যাসিলিটিজ পাওয়া যায়।
আমি এখানে হোটেল র প্রাইস চেক করে দেখলাম খুব এক্সপেন্সিভ, তার থেকে হোস্টেল একোমোডেশন অনেক সস্তা। তাই আর দেরি না করে সুযোগ হাতছাড়া করলাম না।
হোস্টেল র পাশেই আছে বাস স্টপ, আছে মুভি লাউঞ্জে, টেবিল টেনিস বোর্ড , ২৪ আওয়ার্স অভায়ালবলে ফ্রন্ট ডেস্ক। চলুন এরপর রুম এ। এখানে আছে লুন্দ্রি রুম, আলাদা কিচেন, স্টাডি রুম, মেইল বাক্স,
আজ অনেক রাত হয়ে গেলো সব কাজ শেষ করতে করতে, এখন রাত ২ টো, এরপরই ঘুমিয়ে পড়ব।
আমার এতো ভালো লাগলো হোস্টেল যে পরের বার ও রাতে থাকতে হলে হোস্টেল একোমোডেশন ই খুঁজবো, কমফোর্টেবলে আর তার সাথে সস্তা ও।
আজকের ভিডিও এই পর্যন্তই , এরপর দেখা হবে পরের একটা ভিডিও তে। পাশে থাকবেন, ভালো থাকবেন।