MENU

Fun & Interesting

ছাত্রদের রাজনৈতিক দল! চ্যালেঞ্জ ও সম্ভাবনা| Student Led Political Party| Bangladesh| Shahedin|nahid

Video Not Working? Fix It Now

ছাত্রদের রাজনৈতিক দল! চ্যালেঞ্জ ও সম্ভাবনা| Student Led Political Party| Bangladesh| Shahedin|nahid Script+Edit: Kamrul Hasan Shahedin Thumbnail: Md. Abid (abidgfx) এই মুহুর্তে বাংলাদেশে আলোচিত ইস্যু, ছাত্রদের নেতৃত্বে আসতে যাওয়া নতুন রাজনৈতিক দল। কি নাম হবে দলের, কে আসবে নেতৃত্বে, কি হবে তাদের আদর্শ এসবই এখন আলোচনার মূল কেন্দ্রে। আলোচনাটা আরেকটু পানি পেয়েছে, দল প্রতিষ্ঠার আগেই ছাত্রদের মধ্যে নেতৃত্বে ভাঙন বিষয়ক ঘটনা ও মূল আন্দোলনকারীদের কেও কেও নতুন দল থেকে বাদ পরছেন কিনা, এই ইস্যুতে। তবে এতো এতো আলোচনার একটা পজিটিভ দিক আছে। তা হল, দল প্রতিষ্ঠার আগেই এই দল সম্পর্কে মানুষের মাঝে আগ্রহ তৈরি করতে পারা। যদি দেশের প্রতিটি মানুষ নতুন দল নিয়ে আলোচনা শুনে ও নিজেরা আলোচনা করে, তবে এইটা নতুন দলের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। যাই হোক, এবার মূল আলোচনায় আসা দরকার। কিছু প্রশ্ন মানুষের মাঝে তৈরি হয়েছে- ১। নতুন দলের আদর্শ কি হবে? ২। নতুন রাজনৈতিক দলগুলো কি দ্রুত সময়ে ক্ষমতায় আসতে পারে? ৩। যেহেতু দেশব্যাপী ছড়িয়ে গেছে যে এইটা ছাত্রদের দল, সুতরাং আপামর জনগণ কি এই তরুণ ছাত্রদের উপর ভরসা করতে পারবে? এক্ষেত্রে কি কি বাধা আসতে পারে। উত্তর গুলো নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব, এক্ষেত্রে তুলনামূলক আলোচনা করব, বিশ্বের অন্যান্য দেশে কোথায় কোথায় এমন নতুন রাজনৈতিক দল, ক্ষমতায় যেতে পেরেছিল, সেসব বিষয় নিয়ে। তো শুরুতেই আসতে যাওয়া নতুন দলের একটা সম্ভাবনার কথা বলি। সম্প্রতি একটা বিষয় খেয়াল করে দেখেন, নানান ইস্যুতে দেশব্যাপী কিন্তু এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় দল, বিএনপি, তারা বিতর্কিত হচ্ছে। চাঁদাবাজি সহ নানান ইস্যুতে দলীয়ভাবে বিএনপি সলিড অবস্থানে যেতে পারছে না। নিজেদের ভুলের পাশাপাশি, বিএনপি বিরোধীরাও বিএনপির বিরুদ্ধে ব্যাপক প্রচারনা চালাচ্ছে। মানে দেশব্যাপী যে বিএনপির খুব ভালো অবস্থান এইটা আমি বলব না, বরং বিএনপি জাস্ট একটা জায়গাতেই এগিয়ে আছে, তা হল- ক্ষমতায় যাওয়ার মতো দল হিসেবে একমাত্র অপশন তারাই। কিন্তু সেই স্ট্রং জায়গাটাও থাকবে কিনা, সেইটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দিন যতই যাচ্ছে, মানুষের মধ্যে বিএনপি সুসংগঠিত ও সুশৃঙ্খল দল হিসেবে ইমেজ ফিরে পাওয়ার বদলে, ধীরে ধীরে মানুষের মধ্যে নতুন দলের আকাঙ্ক্ষা বাড়তে শুরু করেছে। এখন নির্বাচন আসতে আসতে যদি দেশের ৪০-৪৫ % ভোটার নতুন কাওকে ভোট দেওয়ার মতো অপশন খুঁজে পায়, তবেই বিএনপির সর্বনাশ। এখন সেই নতুন অপশন হিসেবে ছাত্রদের নতুন দল কতটা কার্যকরী হতে পারে, সেটাই দেখার বিষয়। তারা কতটা যোগ্য হয়ে উঠবে সেটাই এখন বিশ্লেষণ করব। Student led political party in Bangladesh is now talk of the town. Who will be the leader of new party and what will be their ideology. Will Nahid, asif or sarjis able to attrack the mass people to their new political party? what are the challenges and possibilities of the upcoming political party? #studentledpoliticalparty #student_led_political_party #ছাত্রদের_নতুন_রাজনৈতিক_দল #ছাত্রদের_নেতৃত্বে_আসছে_নতুন_রাজনৈতিক_দল #নতুন_দলের_নেতা_কে #বাংলাদেশের_রাজনৈতিক_পরিস্থিতি #political_news_of_bangladesh #shahedin #nahid #asif #sarjis #hasnat #sorol_kotha #sorol_kothok #kamrul_hasan_shahedin #সরল_কথা #সরল_কথক #শাহিদিন #কামরুল_হাসান_শাহিদিন #নাগরিক_কমিটি #বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন

Comment