MENU

Fun & Interesting

Success Story of Mahmudullah Riyad

Kibria News BANGLA 249,125 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

জন্ম ও পারিবারিক পরিচিতিঃ ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলার ধোপাখোলার এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বাবার নাম মোঃ ওবায়েদউল্লাহ। মায়ের নাম মোসাঃ আরাফাত বেগম। মাহমুদউল্লাহ ছাড়াও আহসানউল্লাহ এবং এমদাদউল্লাহ নামে তার বড় আরো ২ ভাই রয়েছে। তার কোনো বোন নেই। মাহমুদউল্লাহ রিয়াদের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) । তার ওজন আনুমানিক ৭৫ কেজি। জন্মগতভাবে তিনি কুম্ভ রাশির জাতক।

শিক্ষাজীবনঃ মাহমুদউল্লাহ রিয়াদের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন। এখান থেকে তিনি মাধ্যমিক জীবন শেষ করেন। তারপর খেলাধুলার সুবাদে তাকে ঢাকা চলে যেতে হয়। এরপর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তিনি কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক জীবন শেষ করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এখন এমবিএ'র জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও আরবী ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন রিয়াদ। দলের মধ্যে সবার থেকে এদিকটায় তিনি এগিয়ে। যার জন্য বাংলাদেশ দলের বিদেশ সফর, অনুশীলন চলাকালীন কিংবা জরুরী অবস্থায় নামাজ আদায়কালে তাকে ইমামতি করতে দেখা যায়। একজন প্রকৃত অলরাউন্ডার বলা যায় রিয়াদকে।

Comment