বঙ্গের জনপ্রিয় পশুহাট!! গাড়ল ছাগলে ভরপুর হাট!! SUKHBAZAR PASU HAT. #Aminulcollection
********************************************
********************************************
প্রিয় দর্শকবৃন্দ,
বাংলার অর্থনীতির বা গ্রামীণ জীবনের অর্থনীতির একটা বড় ভূমিকা রাখে গরু ছাগল ভেড়া।।
তার জন্য প্রয়োজন পরে আপনার একটি উন্নত মানের বা সস্তার মধ্যে ছাগল গরু ভেড়া অথবা গাড়ল বেচা কেনার হাট।।
সেই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি উপযুক্ত হাট।।।
এই হাটটি হচ্ছে সুখ বাজারের পশুহাট বা ইলাম বাজারের পশু হাট।।
এই হাটটি প্রতি শনিবার সকাল ছয়টা হইতে দুপুর বারোটা পর্যন্ত চলে।।
এ হাটে পৌঁছাতে গেলে নিকটবর্তী দুটি রেলওয়ে স্টেশন আছে।।
একটি হলো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন এই বোলপুর রেলওয়ে শান্তিনিকেতন স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বোলপুর বাসস্ট্যান্ডে পৌঁছে যার ভাড়া নেবে মাত্র ১০ টাকা এবং বাস স্ট্যান্ড থেকে ইলামবাজার আসার জন্য বা সুখ বাজার হাটের মোড় আসার জন্য বাস পেয়ে যাবেন যার ভাড়া নেবে ২৫ টাকা মাত্র।।
অপর রেলওয়ে স্টেশনটি হচ্ছে পানাগর রেলওয়ে স্টেশন সেখান থেকে সরাসরি ইলামবাজার বা সুখবাজার হাটের মোড় পর্যন্ত আসার জন্য বাস পেয়ে যাবেন যার জন্য বাসের ভাড়া নেবে মাত্র ২৫ টাকা।
বিঃদ্রঃ - আমি কোন ছাগল কেনা বা বেচার সঙ্গে যুক্ত নয় বা এই সমস্ত ব্যবসার মাঝে থাকি না।
আমার কাজ হল আপনাদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় অবস্থিত বিভিন্ন পশুহাট তার সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য সামগ্রীর বাজার বা সুলভ মূল্যের মার্কেটের সন্ধান দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে।।
তাই যদি কোন ব্যক্তির কোন হাট সংক্রান্ত বা কোন বাজার সংক্রান্ত অথবা কোন পণ্য সামগ্রীর মার্কেটিং এর জন্য বা আপনাদের যদি কারো ছাগল গরু মহিষ ভেড়া এমনকি হাঁস মুরগি বা পাখির ফার্ম থেকে থাকে সেটি প্রচারের স্বার্থে ভিডিও করাতে চাইলে লিখে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে।।
👇
8617856956
Dear audience,
Cows, goats and sheep play a big role in the economy of Bengal or the economy of rural life.
For that, you need a better quality or cheaper market for goats, cows, sheep or donkeys.
For that I have presented before you a suitable market.
This haat is Sukh Bazar animal haat or Eelam Bazar animal haat.
This market runs every Saturday from 6 am to 12 pm.
There are two railway stations nearby to reach this market.
One is Bolpur Shantiniketan Railway Station, get down at Bolpur Railway Shantiniketan Station, take a Toto to reach Bolpur Bus Stand, the fare of which is only 10 taka, and from the bus stand, you will get a bus to come to Ilambazar or Sukh Bazar Hat junction, the fare of which is only 25 taka. .
The other railway station is Panagar railway station, from there you can get a bus to come directly to Ilambazar or Sukhbazar Hat junction for which the bus fare will be only Tk 25.
Note - I am not involved in buying or selling goats or in any such business.
My work is for your convenience through this channel I search for different pet shops located in different areas along with other products market or cheap price market.
So, if a person wants to make a video for the purpose of promoting a market or a market or for the marketing of any product or if you have goats, cows, buffaloes or even poultry or birds from a farm, you can contact the given number on WhatsApp only.
👇
8617856956