বিলাসবহুল জাহাজে করে ২ রাত ৩ দিনের সুন্দরবন ভ্রমণ গল্পের প্রথম পর্বে আপনাদের স্বাগতম।
ঢাকা থেকে রাতের বাসে খুলনা জেলখান ঘাটে যাই।আর খুলনা থেকে জাহাজে করেই শুরু হয় আমাদের সুন্দরবন যাত্রা। সুন্দরবন ভ্রমণ মানেই ভিন্ন রকম অ্যাডভেঞ্চার, প্রচুর খাওয়া দাওয়া, নদীর পাশের নানা রকম বৃক্ষরাজি, সুন্দরবনের প্রাণীকুলের দেখা।
আমার এই সুন্দরবন ভ্রমণকে আমি দুই পর্বে ভাগ করেছি, আজ দেখুন প্রথম পর্ব।
শীপের নাম : MV REZAB
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত পানির বন সুন্দরবন। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। প্রতি বছর দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি দেখতে।
সুন্দরবনের প্রাণী বৈচিত্রের মূল আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে গেলে রয়েল বেঙ্গল টাইগারের দেখা সবসময় না পাওয়া গেলেও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীরবতা ও জীববৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এ ছাড়া, দেখতে পাওয়া যায় হরিণ, বানর, বন্য শুকর, বন বেড়াল, ডলফিন, বিভিন্ন পাখি। শহুরে কোলাহলের বাইরে গিয়ে অপরূপ প্রকৃতি দেখতে সুন্দরবনের জুড়ি মেলা ভার। চাইলে সময় করে ঘুরে আসতে পারেন সুন্দরবন।
📍Instagram : https://www.Instagram.com/sayed_manoar
📍Instragram:
https://www.Instagram.com/mission_manoar
📌Facebook page : https://www.facebook.com/ManoarSyed
#sundarbantravel #sundarbantourguide #sundarbantrip #সুন্দরবন_ভ্রমণ #ঢাকা_টু_সুন্দরবন #viralvideo #travel #সুন্দরবন