MENU

Fun & Interesting

আমেরিকার পর্যটন রাজধানী ফ্লোরিডা । Sunshine State Florida

Arefin’s Liventure 1,337 9 months ago
Video Not Working? Fix It Now

স্বপ্নের দেশ আমেরিকা। আজকের এই ভিডিওতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চলের রাজ্য Florida’র দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম-বৃহৎ একটি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের পশ্চিমে মেক্সিকো উপসাগর, উত্তর-পশ্চিমে অ্যালাবামা, উত্তরে জর্জিয়া, পূর্বদিকে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ফ্লোরিডা প্রণালী । এই রাজ্যের রাজধানী টালাহাসি এবং এর অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলো হলো Miami, Orlando, Tampa, Jacksonville, Saint Petersburg এবং Fort Lauderdale. এর অর্থনীতি মূলত পর্যটন, কৃষি এবং পরিবহণের উপর নির্ভরশীল, যা ১৯ শতকের শেষদিকে বিকশিত হয়। বেশিরভাগ মানুষ যখন ফ্লোরিডার কথা ভাবেন, তখন তাদের মাথায় রোদ, থিম পার্ক, ডলফিন এবং এলিগেটরের দৃশ্য ভেসে আসে। কিন্তু এই প্রাক্তন স্প্যানিশ উপনিবেশ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। এখানে মাইলের পর মাইল যতদুর চোখ যায় শুধু সাদা বালির সৈকত দেখা যায়। ফ্লোরিডার উষ্ণ জলবায়ু এটাকে সারা বছর ধরে একটা জনপ্রিয় পর্যটন এলাকায় পরিণত করেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। This was Arefin. You are watching - Arefiavn’s Liventure. দেখা হবে এর পরের ভিডিওতে, সে পর্যন্ত Take care of yourself. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 👊 FB Page: https://www.facebook.com/arefinsliventure1 👊 Insta: https://www.instagram.com/arefinsliventure/ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ✉️ Email : [email protected] ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #Arefin’s Liventure #Florida #USA

Comment