সূরা আল বাকারা - মন জুড়ানো তিলাওয়াত | Surah Al Baqara by Ahemed Al Shelbi
সূরা বাকারা ফজিলতঃ
হজরত আবু উসামা আল বাহিলি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো। কারণ কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য শাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে। তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আলে ইমরান পড়ো। কিয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি, যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সুরা বাকারা পাঠ করো। এ সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ। -(মুসলিম, হাদিস : ১৭৫৯)
#সূরাবাকারা #baqarasura #quran
✓ © | We have full licenses and copyrights for all of our audio, video, and photos.
As a result, you are not permitted to use or reupload our content without our consent.