বনমালী গো তুমি,পরজনমে হইও রাধা।শিল্পী:পপি সরকার।তবলায়:রোহিত,বেহেলায়:পাভেল@SurForing
বনমালী (গো) তুমি পরজনমে হইও রাধা
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা
তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কৃষ্ণ নাম গলেতে পরিও
তুমি যাইও যমুনার ঘাটে
না মানি ননদিরও মানা
তুমি আমারই মতন কান্দিয়া কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝবে তখন নারীর বেদন
রাধার প্রাণে কত ব্যথা@SurForing