ABP Ananda LIVE : 'আমি আনিনি।আসতে চেয়েছিলেন। এসেছিলেন। লম্বা তালিকা ছিল। সুনীল মণ্ডলও ছিল। বিরাট একটা লম্বা তালিকা ছিল। তাতে কী হয়েছে ? মুকুটমনি, বিশ্বজিৎ আর কৃষ্ণকল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই ভদ্রমহিলাকে বলুন না, আগামীকাল বিধানসভায় এসে বলতে, আমি তৃণমূলের এমএলএ। বলতে বলুন না, সাহস আছে ?
আমি জানি একমাস আগে থেকে। ..যেদিনকে সুনীল বনসলজি আমাদের ইনচার্জ, গাইডলাইন পাঠিয়েছেন, যে কারা কারা District President হতে পারবেন ? তাতে পরিষ্কার ছিল MLA-রা.....District President-এ তাঁদের encourage না করতে। ৫ জন এমএলএ District President ছিল। চারজন মেনে নিয়েছে, উনি মানেননি।'
ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন ! তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিয়েই তিনি স্পষ্ট জানিয়েছেন, 'সিপিএমের সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতে কাজ পায়নি'। তাপসীর তৃণমূল যোগে কী বললেন বিরোধী দলনেতা ? এবিপি আনন্দ-র মুখোমুখি শুভেন্দু অধিকারী।