দুটি বাইক থেকেই ৪৫ থেকে ৫৫ কিলোমিটারের ভিতরে মাইলেজ পাবেন।
আসলে মাইলেজের বিষয়টি আমার ভিডিও করা ছিল কিন্তু এডিটিং এর সময় ঢুকাইতে মনে ছিল না এজন্য দুঃখিত।
SUZUKI GIXXER VS YAMAHA FZS V3 || কেনার আগে সিদ্ধান্ত নিতে পারছেন না?
সুজুকি জিক্সার এবং ইয়ামাহা এফ জেড এই দুটো সিরিজ সব সময় একে অন্যের প্রতিদ্বন্দ্বি হয়ে থাকে।
দুটো বাইক ই ভালো আবার দুটো বাইক ই খারাপ।
দুটোতেই একদিক থেকে জিতে গেলেও অন্য দিক থেকে ঠকে যাবেন।।
আবার অন্য দিক থেকে ঠকে গেলে আরেক দিক দিয়ে জিতে যাবেন।
কোনটা থেকে কোনোটা কম নাই তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের যেটা চালিয়ে ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন