হাসিনার পনের বছরের নিষ্ঠুর শাসন থেকে বাংলাদেশ এত তাড়াতাড়ি মুক্তি পাবে, আমরা কেউ চিন্তা করি নাই। আবার মুক্তি লাভের পরে এত কম সময়ে আমরা আবার আশাহত ও দিক ভ্রান্ত হবো, সেটাও চিন্তা করি নাই ডক্টর ইউনুসের "ক্ষমতা গ্রহণের" প্রথম তিন - চার সপ্তাহ। তবে ডক্টর ইউনুস যে দেশ শাসন করছেন না, সেনাপ্রধান ও আওয়ামী পন্থীদের হাতে যে প্রকৃত ক্ষমতা এটা বুঝতেও আমাদের বেশি দিন লাগে নাই। এভাবে কতদিন চলবে?! দেশে নাকি সর্ব ক্ষেতে সংস্কার হচ্ছে, শুনছি বেশ কিছুদিন হলো! তবে কিসের সংস্কার আর কে করবে এসব সংস্কার আমরা কেউ বুঝি না। দেশে নাকি আবার নির্বাচন হবে!? কারা নির্বাচিত হয়ে আসবে? আবার কি ভারত পন্থী ও দুর্নীতি গ্রস্থ বা চোরদের হাতে চলে যাবে দেশ? আমরা নিশ্চিত নই। আমরা প্রচন্ড আশংকিত। চোর ও খুনিদের কোনো বিচার হচ্ছে না। ভবিষ্যতে কোনোদিন হবে, তার কোনো লক্ষণ নাই। এভাবে কোথায় গিয়ে দাঁড়াবে আশিক্ষা ও কশিক্ষায় নিমজ্জিত দরিদ্র বাংলাদেশ!? এসব প্রশ্ন করতে হবে আর এসবের জবাব পেতে হবে আমাদের। আমি এসব নিয়ে একটা সিরিজ করতে চাই। দেখবেন সবাই আশা করি।
#অনিশ্চয়তারপথেবাংলাদেশ #বিএনপি #জামাত #শফিকুররহমান #ওয়াকার #taj_hashmi_latest #dr_taj_hashmi #taj_hashmi_youtube #Taj_hashmi #dr_taj_hashmi_latest_video #dr_taj_hashmi_world #Taz_hashmi #taj_hashmi #taj_hashmi_lates #taj_hashmis_world #Diplomacy #Global_politics #Minister #Caretaker_government #Awami_League #bangladesh #Beyond #History #Fifty_Yeras_of_Bangladesh #Taj_Hasmi_Toronto #taj_hashmis_world #তাজ_হাশমী #তাজ_হাশমীর_বিশ্লেষণ
Subscribe on YouTube:
https://youtube.com/@Tajhashmi01
https://youtube.com/@Tajhashmiofficial
https://tajhashmi.blogspot.com/