MENU

Fun & Interesting

এসো তারাদের গান গাই|TARADER GANতারাদের গান | Anis Amin | Darul Amin Cultural Academy

Anis Amin 2,316 3 months ago
Video Not Working? Fix It Now

গান: তারাদের গান কথা: রাআদ ইজামা সুর: মোঃ জাহিদুল ইসলাম পরিবেশনা: দারুল আমীন কালচারাল একাডেমি এসো–তারাদের গান গাই, বাগানের ধারে যাই! ভুলগুলো করে ফেলি সুরভিত ফুল, আর নয়! আর নয়! অযাচিত ভুল! চলো হই বাগানের সুরভিত ফুল || ফল আর ফুলেদের সঙ্গে চলে অতীতের জঞ্জাল দুপায়ে দলে, এসো আজ ব্যাথিতের মন ধুয়ে দেই হৃদয়ে হৃদয়ে মাখি সুবাস অতুল || রিমঝিম শ্রাবণের ফোটায় ফোটায় আমাদের ভালোবাসা উর্বর হোক, মানুষের খুশি দেখে খুশি হয়ে হয়ে অপরের দুখে এসো ডেকে আনি শোক || হাজার হাজার সব কাব্যমালা হৃদয়ে সাজিয়ে দিক জ্ঞানের ডালা, পড়ে পড়ে অবিরত নিজেকে গড়ি হতে যাই চাঁদ তারা, শিউলি বকুল ||

Comment