উঠে আয় তান্ত্রিক আমার এই নৌকায় উঠে আয়, আজ এই অভিশপ্ত রাতে আমার এই নৌকা তোকে, তোর জন্ম মৃত্যুর পরপারে নিয়ে যেতে এসেছে। আর দেরি করিসনা তান্ত্রিক, ওরা কিন্তু কেউ দেরি করেনি, ওরাও এই অভিশপ্ত রাতে আমার এই নৌকায় উঠে এসেছিল নদী পার করার জন্য। আর ওরা এখন আমার সেই অন্ধকার রহস্যময় দুনিয়ার বাসিন্দা হয়ে গেছে, আমি একা থাকতে পারিনা কোনোদিনই আর তাই আমি আমার এই গ্ৰামের সমস্ত বাসিন্দাদের আমার ওই অন্ধকার রহস্যময় দুনিয়ায় নিয়ে যেতে প্রতিদিন রাতে নিজের এই নৌকা নিয়ে আসি। আর তারপর নিজের মায়ায় ভুলিয়ে একের পর এক মানুষকে তাদের ঘর থেকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে নিয়ে আসি আর তারপর ওদের এই নদীতে ডুবিয়ে মেরে ওদের সেই আত্মাকে নিজের এই নৌকায় তুলে নিয়ে চলে যাই সেই রহস্যময় দুনিয়ায়। আর আজ এই অভিশপ্ত রাতে আমি তোকে নিতে এসেছি তান্ত্রিক, তোর সময় হয়ে গেছে, আয় আমার নৌকায় উঠে বস আর সময় নষ্ট করিসনা, আমি যখন এখানে এসেছি তখন আমি খালি নৌকা নিয়ে ফিরবনা। আয় তান্ত্রিক এবার তুই উঠে আয়, দ্যাখ সবাই তোরজন্য এই নৌকায় অপেক্ষা করছে।
জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লেখক শুভেন্দু চট্টোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন "তারানাথ তান্ত্রিক ও রাজবল্লভীপুরের নরভক্ষক"
STORY NAME (গল্পের নাম) :- তারানাথ তান্ত্রিক ও রাজবল্লভীপুরের নরভক্ষক
DATE OF PUBLISHING :- 19/07/24
CAST NAME:-
শুভ ( shuvo)
বুবাই (Bubai)
শিল্পা ( Shilpa)
অনিকেত ( Aniket)
সৌভিক (Souvik)
সৌরভ ( Sourav)
POSTER & CALLIGRAPHY:- আর্টিস্টিক আম্বার
EDITING & SOUND DESIGNNING :- শিল্পা বর্ধন
আপনাদের feedback জানাতে পারেন আমাদের official facebook page এ
আপনারা আমাদের মেইল আইডিতে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন -
[email protected]
©️This content is copyrighted to Bongo porichoy. Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.
#sundaysuspense #bengolihorroraudiostory #sundaysuspensetaranath #tantrik #taranath #taranathtantrik #তারানাথতান্ত্রিক #তারানাথ #horrorstories