তারানাথের বাবার বন্ধু অমরেন্দ্র তারানাথের কাছে এসে বলে যে সে নাকি মাঝে মাঝে একটি জঙ্গল দেখতে পাচ্ছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না । অমরেন্দ্র বলে যে সেই জঙ্গলে নাকি একটি বট গাছের নীচে একজন কে সে বসে থাকতে দেখে , যদিও তার মুখ অস্পষ্ট । অমরেন্দ্র মাঝে মাঝে নিজের চোখের সামনে যেই জঙ্গল দেখতে পেতো সেই জঙ্গল অমরেন্দ্রদের গ্রামে অবস্থিত । সেই জঙ্গলে কেউ যায় না । তারানাথ বুঝতে পারে যে অমরেন্দ্র হয়তো অতীত কিংবা ভবিৎষতের কোন ঘটনা কে দেখতে পাচ্ছে । তারানাথ অমরেন্দ্রর বাড়িতে যায় । একদিন অমরেন্দ্র আবার সেই জঙ্গল আর সেই মানুষ কে বাড়ির পিছনে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে । তাড়াতাড়ি তারানাথ বাড়ির পিছনে গিয়ে সেই মানুষকে দেখতে পায় কিন্তু মুখ দেখতে পায় না , এরপর একদিন তারানাথ রাতে গ্রামের সেই জঙ্গলে যায় এবং সেই বট গাছের নীচে একটা বৃদ্ধ লোক কে দেখতে পায় । লোকটা কে দেখতে অমরেন্দ্রর মতো ,শুধু বয়স অমরেন্দ্রর চেয়ে বেশি । তারানাথ বুঝতে পারে হয়তো লোকটা অমরেন্দ্রর ঠাকুরদা যিনি বহু বছর আগে সাধনার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন , তিনি আর কোনদিন বাড়িতে ফিরে আসেননি , হয়তো তিনি এখন অমরেন্দ্রকে ডাকছে নিজের কাছে । আবার এটাও হতে পারে ,এই মানুষটা অমরেন্দ্র নিজে । হয়তো অমরেন্দ্র নিজের ভবিৎষত কে আগে থেকে দেখতে পাচ্ছে । তারানাথ বুঝতে পেরেছিল যে সে কোন ভাবে অমরেন্দ্রকে সাহায্য করতে পারবে না । তারানাথ নিজের বাড়ি ফিরে আসে । এরপর অনেকদিন পর তারানাথ আবার অমরেন্দ্রর বাড়িতে গিয়ে জানতে পারে যে অমরেন্দ্র বাড়ি ছেড়ে পালিয়ে গেছে । তারানাথ বুঝতে পারে যে অমরেন্দ্র সাধনার জন্য পালিয়েছে আর এতদিন সে তার ভবিৎষতকে দেখতে পেয়েছিলো ।
Date Of Broadcast: 05.11.2024
--------------------------------------------
GENRE:- HORROR,TANTRA,CURSE
--------------------------------------------
WRITTEN BY:- "DHUMKETU"
SCRIPTED BY:- PRAGYA CHAKRABORTY
---------------------------------------------
NARATTED BY:- BRATADEEP MUKHERJEE & PARTHA MUKHERJEE
SOUND AND INTRO DESIGNED BY:- SAYAK & SAYAR
PARTICLES EFFECT:- SOURAV SUR
---------------------------------------------
DIRECTION,SCREENPLAY, VIDEO -SOURAV SUR & MEGHNA DAS
CAST SELECTION:- SOURAV SUR
POSTER DESIGN:- KRISHNENDU MONDAL
---------------------------------------------
চরিত্রে:-
দ্বিতীয় কথক:-Abhijan
প্রথম কথক/বিভূতি:- bratadip
কিশোরী:-Avik
তারানাথ:-partha
অমরেন্দ্র:- diptiman
© This content is exclusive copyrighted to Midnight Fantasy given by writter "Surojit Ghosh" Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.
#tantra #taranath
#taranathtantrik #curse
#banglagolpo
#horrorstories #midnightfantasy