পুজোয় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘টেক্কা’। ছোটবেলায় পরিবারের সকলে মিলে প্যান্ডেল হপিং করতেন, সেই স্মৃতি ভাগ করে নিলেন নায়িকা। তাঁর মতে, "ছোটবেলা থেকে আমায় গাড়ির ডিকির উপরে বসিয়ে দিত, লম্বা হওয়ার পরও আমায় ওখানে শুইয়ে দিত। আমি প্রতিবাদ করায় তা বন্ধ হয়। পুজোয় ডায়েট করি না। বিরিয়ানি, নুডলস, লুচি আর রসগোল্লা খেতে ভালবাসি। মাম্মার হাতের বাসন্তী পোলাও, কষা মাংস, মাটন আর চিলি ক্র্যাব আমার পছন্দের, আর আমি ঠাম্মার হাতের পায়েস খেতে ভালবাসি। পুজোয় দেবী দুর্গার কাছে প্রার্থনা আমার মাকে যেন ভাল রাখেন।"
#tekka #rukminimaitra #dev #srijitmukherji
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video