জিঞ্জিরা প্রাসাদ। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় নির্মিত এই প্রাসাদে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা, মা ও কুচক্রী খালা ঘষেটী বেগমকে ৮বছর বন্দী করে রাখা ছিলো। সেই প্রাসাদের সিংহভাগ জায়গা দখল হয়ে গেছে। গত বছর (২০২০ সালের মার্চে) সেই প্রাসাদ নিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে ভয়ংকর এক পরিস্থিতির মুখোমুখি হই আমি। দখলদারদের মারমুখি আচরণের কারণে শুধুমাত্র প্রাসাদের হাম্মামখানার অংশের ভিডিও ধারণ করেই পালিয়ে আসি। তখন যেতে পারিনি প্রাসাদের মূল অংশে। এক বছর ধরে এই অমাপ্ত অভিযান নিয়ে অস্বত্বিতে ভূগছিলাম। মূল প্রাসাদে যাওয়ার এক অতৃপ্ত বাসনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো। এক বছর বাদে অনেক ঝুঁ'কি থাকার পরও সিদ্ধান্ত নিই আবারো সেখানে যাওয়ার। শ্বাসরু'দ্ধকর সেই দ্বিতীয় অভিযান নিয়েই আমার আজকের ভিডিও।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]
#জিঞ্জিরা # জিঞ্জিরা_প্রাসাদ #জিনজিরা #jinjira #jinjira_palace