যত ইচ্ছে তত খাওয়া যাবে গুলশানে | The Buffet Stories | Bangladeshi Food Review | FoodAppi | গুলশানে বসে আনলিমিটেড খেতে চান?
You can check my other videos -
►২৪০০০ টাকার খাবার খেতে কেমন?
https://youtu.be/kuF4b4CauZk
►৮০০ টাকায় আনলিমিটেড খাবার খাবেন?
https://youtu.be/9A98F7E7Xx0
►এভাবেও ভালবাসা যায়
https://youtu.be/tdQp2AdURuU
►অতি মাত্রায় লোভনীয় এক খাবার
https://youtu.be/y_qRGt4nL_8
►ঝাল টমেটোর পিনিক
https://youtu.be/SXkacomTA8g
►মুরগ মাক্ষানওয়ালা - এ কেমন খাবার?
https://youtu.be/ZndCBKxYogU
আমার ভ্লগিং দেখে আমি কাউকে কোন কিছু খেতে বা কোন রেষ্টুরেন্টে যেতে বাধ্য করিনা।
আমি নিজেই আগে ভ্লগ করে এসেছি এমন রেষ্টুরেন্টে ইদানিং খেতে গিয়ে বাজে অভিজ্ঞতা নিয়ে এসেছি। অনেক রেষ্টুরেন্ট একটু নামি-দামি হয়ে গেলে হয় তারা খাবারের মান, সার্ভিস খারাপ করে ফেলে না হয় তাদের শেফকে অন্য কেউ হায়ার করে নিয়ে যায়। আমি একটা ভ্লগ করে এসেছি তার অর্থ এই না যে সারাজীবন ঐ রেষ্টুরেন্টের খাবারের মান আর সার্ভিস এর গ্যারান্টি দিচ্ছি। আমি শুধুমাত্র কোথায় কোন খাবার কিভাবে দিচ্ছে আর তা আমার কাছে ব্যক্তিগত ভাবে কেমন লেগেছে তা নিয়ে ভিডিও করছি।
আপনারা কোথায় যাবেন বা যাবেন না সেটা অবশ্যই আপনার বুঝ বুদ্ধি দিয়ে বিচার করেই যাবেন। খাবার বা সার্ভিস খারাপ হলে তার দায়ভার আমার না।
কোথাও গিয়ে খাবার খেয়ে ভাল না লাগলে প্রতিবাদ করুন, করতে হবে।
ধন্যবাদ
#buffet #chicken #foodappi #foodandtravel #banglafoodreview