MENU

Fun & Interesting

কামাল ভাইয়ের জীবন সংগ্রাম #MentalHealth #awareness #mental Illness #Support

KMREAZ 118,379 4 months ago
Video Not Working? Fix It Now

আমাদের এই ভিডিওতে আমরা পরিচিত হচ্ছি কামাল ভাইয়ের সাথে, যিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের বাসিন্দা। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো, এবং বর্তমানে মানসিক অসুস্থতায় ভুগছেন। একসময় গাড়ির ভালো ড্রাইভার ছিলেন, কিন্তু এখন মানসিকভাবে বিপর্যস্ত জীবনে আছেন। পরিবারের আর্থিক অবস্থার কারণে তার চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয়নি। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরিয়ে দিয়েছি। এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আসুন, সবাই মিলে তাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করি। বিশেষ উপহারে অ্যাক্সেস পেতে এই চ্যানেলে যোগ দিন: https://www.youtube.com/channel/UCrPV9Jq0-4hv7NYLg-2_wvQ/join

Comment