MENU

Fun & Interesting

গ্রিক সভ্যতা । The Greek Civilization । গ্রিক সাম্রাজ্যের জানা অজানা ইতিহাস । গ্রিক দেব- দেবী।

BCS Tube 77,779 4 years ago
Video Not Working? Fix It Now

#InternationalAffairs #GeneralKnowledge #BCSPreparation গ্রিক সভ্যতা | বৈশ্বিক ইতিহাস | গ্রিক’ ও ‘গ্রিস' শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। গ্রিসের ভৌগােলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের। এ অঞ্চলে অনেকগুলাে পাহাড় দাঁড়িয়ে ছিল দেয়ালের মত। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি। এ ছােট দেশগুলাের নাম হয় নগর রাষ্ট্র। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও এথেন্স। স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র। রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী। পক্ষান্তরে প্রতিবেশী এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। এথেন্সে রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল। গােত্র প্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হত 'এরিওপেগাস'এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হত ‘একলেসিয়া’। এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস। পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় আসেন ৪৬০ খ্রিস্টাব্দে। স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল। এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলােকে নিয়ে একটি জোট গঠন করে। এর নাম হয় ‘ডেলিয়ান লীগ’। অন্যদিকে স্পার্টা তাঁর বন্ধু রাষ্ট্রগুলােকে নিয়ে গঠন করে আরেকটি জোট। এ জোটের নাম হয় পেলােপনেসীয় লীগ। এক সময় এই দুই জোটের মধ্য যুদ্ধ বেধে যায়। ইতিহাসে এ যুদ্ধ ‘পেলােপনেসীয় যুদ্ধ' নামে পরিচিত। ৪৬০ থেকে ৪০৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মােট তিনবার যুদ্ধ হয়। এ যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে এথেন্সের। ৩৬৯ খ্রিস্টপূর্বাব্দে এথেন্স চলে আসে স্পার্টার অধীনে। এরপর নগররাষ্ট্র থিবস দখল করে নেয় এথেন্স। ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডনের রাজা ফিলিপস থিবস অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব ৩৩৫ অব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার ম্যাসিডনের সিংহাসনে আরােহণ করেন। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। ধর্ম: গ্রিকরা বহুদেবতায় বিশ্বাসী ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস। দেবতা এপােলাে ও দেবী এথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রিকবাসী বিশ্বাস করত দেবতাদের বাস উত্তর গ্রিসে অলিম্পাস পর্বতের চূড়ায়। গ্রিক দেবী বা দেবতার নাম ও পরিচতি: → আফ্রোডাইট (Aphrodite) - ভালবাসা, রােমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী। → অ্যাপােলো (Apollo) - সূর্য, আলাে, চিকিৎসাবিদ্যা এবং সঙ্গীতের দেবতা। → এরিস (Ares) - যুদ্ধদেবতা। → আরটেমিস (Artemis) - শিকার, বন, উর্বরতা এবং চাঁদের দেবী। → এথেন (Athena) - প্রজ্ঞার দেবী (জিউসের কন্যা) । → ডিমিটার (Demeter) - কৃষি বিষয়ক দেবী। → হারমেস (Hermes) - ব্যবসা বিষয়ক দেবতা (রােমান নাম মারকারি) । → হেরা (Hera) - বিবাহ বন্ধন অটুট রাখার দেব। (জিউসের স্ত্রী) । → জিউস (Zeus) - দেবতাদের রাজা। ❖ গ্রিক সৌন্দর্য দেবী - আফ্রোদিতি ❖ গ্রিকদের 'ফার্টিলিটির দেবী' বলা হয় - আরটেমিসকে। ❖ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে যে দেশে - গ্রিস। ❖ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় - গ্রিসে। ❖ প্লেটো যে দেশে জন্মগ্রহণ করেন - গ্রিস। ❖ দার্শনিক রাজা’র শাসনের কথা কে বলেছেন - প্লেটো। ❖ লজিক বা তর্কশাস্ত্রের জন্ম হয়েছে - গ্রিসে। ❖ যুক্তিবিদ্যার জনক - এরিস্টটল। ❖ তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয় - সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল। ❖ ইদিপাস হল - নাটক। ❖ History যে ভাষা থেকে উৎপত্তি - গ্রিক। নতুন পর্ব ও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন , যে কোন তথ্য ও ভূলে'র জন্য কমেন্ট করুন । বিশ্ববিদ্যালয়_ভর্তি_প্রস্তুতি (University_revolution_press) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (Preparation of recruitment test) পরীক্ষার প্রস্তুতি (Exam preparation) শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (Teacher recruitment test preparation) BCS Syllabus, Bengali Language and Literature, বাংলা ভাষা ও সাহিত্য, English language and literature, ইংরেজি ভাষা ও সাহিত্য, Bangladesh Affairs, বাংলাদেশ বিষয়াবলি, International Affairs, আন্তর্জাতিক বিষয়াবলি, Geography, Environment and Disaster Management, ভূগল, General Science, সাধারণ বিজ্ঞান, Computer and Information Technology, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, Mathematical Reasoning, গানিতিক যুক্তি, Mental Ability, মানুসিক দক্ষতা, Ethics, Values and Good governance, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন, Exam preparation, পরীক্ষার প্রস্তুতি, University_revolution_press, বিশ্ববিদ্যালয়_ভর্তি_প্রস্তুতি, Preparation of recruitment test, নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, Teacher recruitment test preparation, শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, বাংলাদেশ বিষয়াবলী বিষয়ে প্রিপারেশনের জন্য https://www.youtube.com/watch?v=yjYLb... ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রিপারেশন নিতে https://www.youtube.com/watch?v=JY_59... আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়ে প্রিপারেশনের জন্য https://www.youtube.com/watch?v=Ye6vW... বাংলাদেশ বিষয়াবলী বিষয়ে প্রিপারেশনের জন্য https://www.youtube.com/watch?v=yjYLb... Subscribe to our channel BCSTube. We upload every week covering all crucial areas from BCS syllabus. Check our FB page for more! FB: https://www.facebook.com/bcstube/ Visit Our website । www.bcstube.com Content Disclaimer Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Comment