দহগ্রাম—আঙ্গরপোতা ছিটমহল এবং তিনবিঘা করিডোর—এর কথা শুনেন নি, সচেতন মহলে এমন লোক আছে খুব কমই। কিন্তু এই ছিটমহল আর তিনবিঘা করিডোরের পেছনে পড়ে থাকা সমগ্র ইতিহাস সম্পর্কে জানেন খুব কম লোকই। এই ছিটমহল ও করিডোরটির অবস্থান কোথায় কিংবা আয়তন কত; ছিটমহলটির মালিকানা কীভাবে পেল বাংলাদেশ; কী কারণে ও কীভাবে করিডোরটি ইজারা দেওয়া হয় বাংলাদেশকে এবং এই তিনবিঘা করিডোর বাংলাদেশকে ইজারা দেওয়ার বিরুদ্ধে ইন্ডিয়ানরা দেখিয়েছিল কেমন প্রতিক্রিয়া— প্রভৃতি বিষয়ে রয়েছে ইতিহাসের অনেক ছোটো—ছোটো গল্প— যা জানেন না অনেকেই।
এই অজানা বিষয়গুলো তুলে ধরতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি, যার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন দহগ্রাম—আঙ্গরপোতা ছিটমহল এবং তিনবিঘা করিডোর ইজারা প্রদান সম্পর্কিত সমগ্র ইতিহাস। আমরা আশা করি এপিসোডটি দেখার পর আপনারা এই বিষয়ে পেয়ে যাবেন একটি বিস্তারিত ধারণা।
এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #tinbighacorridor #IndiaBangladeshenclaves #CoochBeharenclaves #MujibIndiraTreaty1974 #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd