#tollywood | #sohinisarkar | #bengalimovie
হালকা শীতের আমেজ মোড়া এক সকাল। নায়িকার সদ্য শুরু করা নতুন জীবন, বাইপাস লাগোয়া সাজানো ফ্ল্যাটে পৌঁছে যাওয়া। কথা ছিল ব্রেকফাস্ট করতে করতে আড্ডা হবে। সেই মত নায়িকা রান্না করলেন, লুচি-সাদা আলুর তরকারি-বেগুন ভাজা, সঙ্গে মোরব্বার কেক আর নলেন গুড়ের রসগোল্লা। লুচি বেলতে হাত লাগালেন তাঁর গায়ক বর। শোভন-সোহিনীর সংসারে ঢুঁ মারল আনন্দবাজার অনলাইন।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video