MENU

Fun & Interesting

মাথানষ্ট ১০টি গুপ্তধন রহস্য সিনেমা | Top 10 Best Treasure Hunt Movies | Best Adventure Movies

Trendz Now 274,843 3 years ago
Video Not Working? Fix It Now

গুপ্তধন নিয়ে মানবজাতির আগ্রহের বয়স হাজার বছরের কম হবেনা । গুপ্তধন নিয়ে শুধু শত শত মিথ আর কেচ্ছা কাহিনী গড়ে উঠেনি, এখনো প্রায়ই শোনা যায় মাটি খুড়ে কোটি টাকা মূল্যের হিরা জহরতের খোজ পাওয়ার সংবাদ । তবে আমাদের আজকের পর্বে আমরা গুপ্তধনের সন্ধান দিতে না পারলেও গুপ্তধনের খোজে নির্মিত রুদ্ধশ্বাস কিছু এডভেঞ্চারাস সিনেমা নিয়ে হাজির হয়েছি । এডভেঞ্চার মুভি পছন্দ করেন না এমন সিনেমাপ্রেমী কমই আছেন,আর সেই উত্তেজনাপূর্ন অভিযান যদি হয় কোন গুপ্তধনের উদ্দেশ্যে, সেই গুপ্তধন খুজে পেতে জানপ্রাণ মিশন, বাধা, সেসব ডিঙিয়ে খুজে পাওয়া, তাহলে সেই সিনেমা নিয়ে মুভিফ্রিকদের আগ্রহ যে আকাশচুম্বী হবে এতে কোনো সন্দেহ নেই । এই গুপ্তধনের রহস্য অভিযান অর্থ্যাৎ ট্রেজার হান্ট ঘিরে নির্মিত দশটি অসাধারণ সিনেমা নিয়েই আমাদের আজকের আয়োজন । যারা হন্যে হয়ে এই জনরার সিনেমার খোজ খবর করেন, তাদের জন্যে এই ভিডিওটি মাস্টওয়াচ! #treasurehuntmovies #adventuremovies #fantasymovies

Comment