MENU

Fun & Interesting

রামকৃষ্ণ মঠ, শিকরা কুলীন। স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের জন্মস্থান ।#tour

Missmind 10,979 lượt xem 1 month ago
Video Not Working? Fix It Now

নমস্কার আজকের এই ভিডিও তে আপনাদের দর্শন করবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মানপুত্র রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজের জন্মস্থান বসিরহাট মহকুমায় শিকরা কুলীন গ্রাম , যেখানে এখন রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে।
মঠের অফিসের নম্বর 8695004522
আছে guest House ।
কলকাতার কাছেই সবুজ পরিবেশ ও আধ্যাত্মিক মাহাত্ম্য স্থান এই মঠ।
Video ভালো লাগলে channel subscribe করার অনুরোধ রইল।
ধন্যবাদ
#ramakrishna
#devotional

বি: দ্র : স্বামী ব্রহ্মানন্দজীর উপর বইটির নাম The Eternal Companion , ভিডিও তে অনিচ্ছাকৃতভাবে the divine companion বলা হয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী সৌমেন সেনগুপ্ত মহাশয়কে , উনি আমার এই ভুল সংশোধন করে দিয়েছেন।🙏🙏🌻🌻

আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যারা রাজা মহারাজের জন্মস্থান দেখতে যাবেন তারা শুধু মঠ ও ঠাকুরের মন্দির দেখে আনন্দ লাভ করবেন এই আশা রাখি। বাকি ওখানে মঠের পিছনের জমি ও আশেপাশের দুর্গা দালান সব কিছু ওখানকার ঘোষ পরিবারের অন্তর্গত। এই বিষয়ে সঠিক ভাবে সেখানে কোনো বোর্ড দেয়া নেই তাই আপনাদের ভুল হতে পারে যেমন আমার হয়েছিল। এই নিয়ে কিছু মানুষ অনেক hate comment ও আমাকে করেছে। আপনারা যারা যাবেন আশা করি আমার মত ভুল আপনাদের হবে না ।

আমার আরেকটি অডিও চ্যানেল যেখানে ঠাকুর , মা, স্বামীজি ও বহু সাধক, সাধিকার জীবন আলোচনা করা হয়। শুনে দেখুন ভালো লাগবে , লিংক দিয়ে রাখলাম https://www.youtube.com/channel/UCWG6oB-AMedfK0JLsVAaE0w

Comment