ঐতিহ্যবাহী নওগার ছাগল মাছ শাকসবজীর বিশাল হাট | Traditional Weekly Village Market in Bangladesh
ঐতিহ্যবাহী নওগার ছাগল মাছ শাকসবজীর বিশাল হাট | Traditional Weekly Village Market in Bangladesh
হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওগা হটে। হাট বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার। নওগা হাট সিরাজগঞ্জ জেলার অন্যতম বৃহৎ ও প্রসিদ্ধ একটি হাট। হাটে গরু ছাগল হাঁস মুরগীসহ পাওয়া নদী বিলের মাছ ও টাটকা শাকসবজী। এছাড়াও বাঁশের তৈরী প্রয়োজনীয় ঘর গৃহস্থালীর পন্যের জন্য নওগা হাট প্রসিদ্ধ। হাটবারে বিভিন্ন প্রকার মিষ্টি খাবারের পসরা নিয়ে বসেন দোকানীরা। এক কথায় নওগা হাটে প্রয়োজনীয় প্রতিটি পন্যই পাওয়া যায়।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler