আপনারা যারা পাহাড় নিয়ে ভিডিও পছন্দ করেন তারা নিচের লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। ছোট ভাই এবি চাকমা তার নিজের অঞ্চল রাঙ্গামাটিসহ বিভিন্ন পাহাড়ি অঞ্চল নিয়ে ভিডিও করছে---
https://youtube.com/@Tribalslifestyle75144?si=6gHPHNGidMo6uBeK
বিলাইছড়ি বাজার যে বাজারটি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা থেকে ২ ঘন্টা নৌকা চেপে যেতে হয়। এর আগে পাহাড়ের এত গহীন কোন বাজারে আমার যাওয়া হয়নি। পাহাড়ে এ বাজারটাতে বাংলাদেশের পাহাড়ে অঞ্চলে বসবাস করা চাকমা, মারমা, গারো, সহ অনেক গোত্রের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির একমাত্র ভরসা।
যারা কখনো এই রকমের পাহাড়ি অঞ্চলে যান নাই তাদের কাছে কিছুটা কল্পনাঅতীত মনে হবে জায়গাটি। কোন কোন গ্রাম কিংবা মহল্লা থেকে প্রায় পাঁচ ঘন্টার উপরে পায়ে হেঁটে এই বাজারে আসেন অনেকেই। এই পাহাড়ের বাজার নিয়ে করা আমার এই ছোট্ট ভিডিওতে পুরা বাজারটি তুলে ধরার চেষ্টা করেছি।