মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চরের নাম চর আবদুল্লাহ। লক্ষ্মীপুর জেলার এ চরটি যেমন দূর্গম, তেমনি সুন্দর। তবে এ চরের সব দিকে রয়েছে ভয় আর আতংক। কারণ এখানে চলে দস্যুদের শাসন। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে যেভাবে তেলিরচর যাওয়া যায়। তার বিস্তারিত এ প্রতিবেদনে।