MENU

Fun & Interesting

Trichocompost ট্রাইকো কম্পোস্ট উৎপাদন কৌশল

AGRICULTURE INFO BANGLA 12,389 4 years ago
Video Not Working? Fix It Now

বিভিন্ন বর্জ্য থেকে উৎপাদিত কম্পোস্ট সার একটি ভাল মানের সার, এর সাথে ট্রাইকোডার্মা যোগ করলে অণুজীবের পরিমান অনেক গুনে বেড়ে যায় যা মাটির গুণাগুণ ঠিক রাখতে ও গাছের বৃদ্ধি বাড়াতে কাজ করে। ট্রাইকো কম্পোস্ট সার প্রয়োগে একদিকে যেমন ফসলের উৎপাদন সন্তোষজনকভাবে বাড়ে অন্যদিকে মাটির উর্বরতা ঠিক থাকে। তদুপরি রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানো যায়। ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারের ফলে মাটিতে বাতাস চলাচল বৃদ্ধি পায়, পানি ধারণ ক্ষমতা বাড়ায়, অণুজীবের ক্রিয়া বাড়তে থাকে তাই মাটিতে গাছের প্রয়োজনীয় সব খাদ্যোপাদান সহজলভ্য হয়। ফলে আশানুরূপ গাছের বৃদ্ধি পাওয়া যায় এবং গুণগত উৎপাদন সম্ভব হয়। মোঃ রুপম ইসলাম সত্ত্বাধিকার জার্ম প্লাজম সেন্টার বাঘোপাড়া,বগুড়া যোগাযোগ নাম্বারঃ ০১৭৩৭৯৩৯৬১৪

Comment