MENU

Fun & Interesting

রিটের প্রকারভেদ | Types of Writ | Prohibition | Mandamus | Certiorari | Habeas corpus |Quo-warranto

LawTubeBD 12,495 10 months ago
Video Not Working? Fix It Now

রিটের প্রকারভেদ | 5 types of writ | Writ of Prohibition | Mandamus | Certiorari | Habeas corpus | Quo-warranto রিট সম্পর্কে আপনারা শুনে থাকেন প্রতিনিয়তই। এমন শুনতে শুনতে অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন— রিট কত প্রকার ও কী কী? কিংবা চাইলেই কি যে—কেউ যে—কারোর বিরুদ্ধে রিট দায়ের করতে পারেন? আবার আইন—শিক্ষার্থীদের অনেকেই আমাদের নিকট রিটের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনাপূর্বক একটি এপিসোড নির্মাণের অনুরোধ করেছেন। আপনাদের এমন জানতে চাওয়া আর অনুরোধের প্রেক্ষিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর রিটের প্রকারভেদ এবং কে কোন প্রকারের রিট দায়ের করতে পারেন— সেই সম্পর্কে আইন শিক্ষার্থীরাসহ অনুসন্ধিৎসুরা পাবেন একটা বিস্তারিত ধারণা, যার ফলে এই বিষয়ে কারো মনে আর কোনো প্রশ্নের উদ্রেক হবে না কখনও। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর সম্পাদনা করেছেন কামরুল হাসান ইমরান। #lawtubebd আইন সম্পর্কে আপডেট পেতে ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇 https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1 আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Comment