MENU

Fun & Interesting

Ujani satipith ।। প্রকৃতির মাঝে অজয় নদীর ধারে অপূর্ব সুন্দর এই সতীপীঠ।। মা মঙ্গলচন্ডী।।

Travel Vlog Bangla 5,506 1 year ago
Video Not Working? Fix It Now

এই ভিডিওতে আমরা দেখিয়েছি বর্ধমানের উজানী সতী পীঠ। এই সতী পীঠ নতুন হাটের কাছে মা মঙ্গলচন্ডী নামে খ্যাত। এখানে কি করে যাবেন, এখানে ভোপ্রসাদ গ্রহণ করার নিয়ম ,পুরোহিতের মুখে এখানের সমস্ত দেবী মাহাত্ম্য এবং তার সঙ্গে এই মন্দিরে কিছু অলৌকিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। তার সঙ্গে এই মন্দির দর্শন করার পর আমরা কবি কুমুদ রঞ্জন মল্লিক এর বাড়ি দেখিয়েছি। বর্ধমানের সতীপীঠ গুলোর ভিডিও আমাদের চ্যানেলের প্রতিবেদনে আছে। তাই এই সতীপীঠ গুলো সম্পর্কে জানতে এবং আমাদের ভ্রমণে আমাদের সঙ্গী হতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।

Comment