আসসালামু আলাইকুম,
BANGLA ELECTRO TECH চ্যানেলে আপনাকে স্বাগতম।
আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিষয়ে নতুন নতুন ভিডিও আপলড করা হয়।
এই ভিডিওটিতে দেখানো হয়েছে বাসা বাড়িতে কিভাবে ইউ পি এস সংযোগ করা যায়।যা সম্পূর্ন অটোমেটিক কাজ করবে।আমি যেভাবে দেখিয়েছি একই ভাবে ইনভার্টার ও মিনি আইপি এস ও সংযোগ করা যাবে।প্রথমে ইউ পি এস এর সাথে একটা বড় ব্যাটরি সংযো করে নিতে হবে যাতে বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। তার পর ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাসার বৈদ্যুতিক লাইনর সাথে সংযোগ করতে পারবেন।এতে করে আপনি অল্প খরচের মধ্যে আই পি এস এর সুবিধা নিতে পারবেন।
আমাদের চ্যানেলেের ভিডিওগুলো যদি ভাল লাগে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এ ধরনের ইলেকট্রিক বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ইউ পি এস এর সাথে বড় ব্যাটরি লাগানোর উপায়ঃ
https://youtu.be/Rh5YKWCxV7A.
রিলে কি, কিভাবে কাজ করেঃ
https://youtu.be/CuxlC64hf4Y