ভুনা খিচুড়ি - Vuna Khichuri
বৃষ্টি নামুক বা না নামুক, আকাশ মেঘলা হলেই সবাই সবার মন চলে যায় ভুনাখিচুড়ির দিকে। বাসায় বিশেষ কোনো আয়োজন হবে, সেখানেও সবার আগে খাবার তালিকায় জায়গা পায় ভুনাখিচুড়ি। কাউকে ট্রিট দিবেন? সেখানেও প্রায়োরিটি পায় ভুনাখিচুড়ি। মোট কথা ভুনাখিচুড়ি মানুষের পছন্দের তালিকায় শীর্ষে। ঠিক তেমনিভাবে আমরা ‘ভুনা খিচুড়ি’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার পছন্দের সব ধরণের বিনোদনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেখানে থাকবে সবার সব ধরণের পছন্দের বিনোদনমূলক অনুষ্ঠান। চলবে আড্ডা আর ফান। তাহলে আর দেরী কেন? চলে আসুন আমাদের ভুনাখিচুড়ির দুনিয়ায়। উপভোগ করুন আপনার পছন্দের কন্টেন্ট!