MENU

Fun & Interesting

Al-Mu'min

Al-Mu'min

'আল-মু'মিন' বিশুদ্ধ ইসলামি ইলম বাংলায় অনুবাদ করায় নিবেদিত। আমরা যথার্থ অনুবাদের মাধ্যমে নিশ্চিত করি বাংলা ভাষীদের কাছে যাতে আমাদের সালাফ ও উলামাদের ইলম পৌঁছে যায়। যাতে তাঁদের প্রভাব ভার্চুয়াল জগতের গণ্ডি ছাড়িয়ে মুসলিমদেরকে ইসলামের মূল শিক্ষার সাথে সম্পৃক্ত রেখে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলে। উৎসের নির্ভরযোগ্যতার ওপর গুরুত্বারোপ করে রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবাদের শিক্ষার আলোয় 'আল-মু'মিন' মানুষকে পথভ্রষ্ট ধারণা থেকে সঠিক ইসলামি শিক্ষার পার্থক্য বুঝতে সহায়তা করে।

আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের অনুবাদগুলোকে অসংখ্য মানুষের সঠিক আকিদাহ ও মানহাজের পথে পরিচালিত করার ক্ষেত্রে পথপ্রদর্শক বানান।