জীবন মানে অজস্র মুহূর্তের সমাহার। আর এক একটা মুহূর্তই হয়ে ওঠে এক একটা গল্প, এক একটা উপাখ্যান। Vale of Tales- সেই জীবনভরা গল্পেরই এক স্রোতস্বিনী। কখনো জোয়ার, কখনো ভাটায়, কখনো খরস্রোতে, কখনো মৃদুমন্দ ছন্দে এগিয়ে চলেছে সে। তার বুকে বয়ে চলা জল আর বাতাসের ঝাপটা দিয়ে যাচ্ছে, সকল শ্রোতাবন্ধুদের বাতায়ন প্রান্তে।
আমাদের চ্যানেলে আমরা বিশ্বসাহিত্যের সমস্ত ধারার কাহিনী নিয়ে কাজ করি। একই সাথে থাকে আমাদের নিজেদের লেখা গল্প। এই চ্যানেলের সমস্ত অনূদিত গল্পও আমাদের নিজেদেরই অনুবাদ করা। তবে আসুন না, দু দন্ড কাটিয়ে যান আমাদের সাথে। কথা দিচ্ছি, একবার এলে ছেড়ে যেতে পারবেন না!☺️❤️❤️❤️