(****পরম দয়ালু গুরুদেব শ্রী শ্রী বিভাস রণ্জন গোস্বামী ঠাকুর মহারাজ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের নাম নিয়ে শুরু করছি*****)
একমাত্রসংগীতই পারে মানুষের জীবনের পূর্ণতা বা পরিবর্তন এনে দিতে। তাই এই জীবনে আমি আমার চলার একমাত্র সম্বল করে নিয়েছি এই সংগীতকেই। আমার মেয়ে শ্রী রাধারানী নাথ, শ্রী চন্দ্রাবলী নাথ এবং শ্রী আনন্দী নাথ । এদেরকেই সম্বল করে আমি শ্রী পরিতোষ নাথ এবং আমার স্ত্রী শ্রী বেবী(পুষ্পা)নাথ এই চ্যানেল আরম্ভ করি।আর এর মূলে যার অপরম্পার আশীর্বাদ তিনি হলেন আমার মাথা শ্রী রাণী বাংলা নাথ এবং আমার পিতা ৺পরেশ চন্দ্র নাথ। আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের দর্শক ভগবানকে আনন্দ দান করা,এতে অনেক সময় আমাদের ভূল ত্রুটি থাকতে পারে, তাই করযোড়ে নিবেদন,আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন। আপনাদের ভালবাসা আর আশীর্বাদ আমাদের সদা উৎসাহিত করে।