MENU

Fun & Interesting

ইকরা TV

ইকরা TV

ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকল কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
লক্ষীপুর জেলার কমল নগর উপজেলা চর লরেঞ্চ বাজার থেকে ১ কিঃ মিঃ উত্তরে মেইন রোডের পুর্ব পাশ্বে হাজিনগর, চর পাগলা
ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাটি অবস্থিত ।
আমাদের মাদ্রাসাতে আবাসীক/ অনাবাসীক প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রী রয়েছে।
এদের ভিতরে বেশীর ভাগ ছাত্র/ ছাত্রী এতিম ,অসহায় ,গরীব,নদী ভাঙ্গা রয়েছে,
এদের থাকা খাওয়া জামা কাপড় বই খাতা সর্ম্পুন প্রী ভাবে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় ।
৯ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্ধারা এদের কে পাঠদান করানো হয় ।
আপনাদের সাহায্য সহযোগীতা ও আন্তরীক ভালোবাসা পেলে ছাত্র/ ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জল ও প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করতে পারবো
ইনশাআল্লাহ ।
যোগাযোগঃ 01747060516