MENU

Fun & Interesting

SP geeta saar 0.2

SP geeta saar 0.2

প্রিয় শ্রোতাগণ, আমাদের চ্যানেল SP geeta saar'-এ আমরা ভগবদ্ গীতা ও ভাগবত পুরাণের কথা এবং ব্যাখ্যা নিয়ে ভিডিও তৈরি করি। আমি একজন সাধারণ পাঠক, তাই গীতার বিভিন্ন কথা ও ব্যাখ্যাগুলি ইন্টারনেট এবং বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি।

এর ফলে কোথাও কোথাও ভুল ব্যাখ্যা থাকতে পারে।

আপনারা যদি সঠিক তথ্য বা ব্যাখ্যা জানেন, দয়া করে কমেন্টবক্সে শেয়ার করুন, যাতে অন্য দর্শকরাও তা বুঝতে পারেন। আমাদের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয় বা ধর্ম নিয়ে কোনো বিরোধ সৃষ্টি করা নয়। আমরা সবাই ভগবানের জ্ঞান ও উপদেশ বুঝতে এবং অনুসরণ করতে চাই।

কেউ ধর্ম নিয়ে হিংসা করবেন না, কারো ক্ষতি করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন।

কমেন্ট বক্সে সবাই লিখুন: জয় শ্রীকৃষ্ণ!